ভারতীয় বিজ্ঞানী আবিষ্কার করলেন সোনার গাছ !


বৃহস্পতিবার,১১/০৭/২০১৯
2154

অভাবনীয় আবিস্কার ভারতীয় বিজ্ঞানীর, আবিষ্কার করলেন সোনার গাছ! ভারতীয় বিজ্ঞানী বিবেক পোলশেত্তিওয়ার ন্যানোক্যাটালিসিস ল্যাবোরেটরির প্রধান অধ্যাপক হিসাবে করতেন সেখানে তিনি ন্যানোটেকনলজির সাহায্যে সোনা দিয়ে তৈরি করেছেন অভিনব গাছ। বিবেক কালো সোনা তৈরি করেছে সোনার কমপাউন্ড থেকে তিনি জানিয়েছেন,এই কালো সোনা সাধারণ সোনার চেয়ে বেশি এনার্জি ধরে রাখতে পারে।আর বেশি এনার্জি ধারণ ক্ষমতাসমৃদ্ধ কালো সোনার সঙ্গে জল এবং সূর্যের আলোর মিলন ঘটিয়ে তৈরি করার চেষ্টা করেছেন সোনার পাথরবাটি নয় সোনার গাছ।গাছ তৈরি করতে গেলে ন্যানো সাইজের কালো সোনার গুঁড়ো জলে ফেলে সেটিকে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে দিয়ে পাস করিয়ে সূর্যের আলোর নিচে রাখতে হবে।

সোনার সঙ্গে সূর্যের আলো এবং কার্বন ডাইঅক্সাইডের রিঅ্যাকশ ঘটিয়ে তৈরি হয় অক্সিজেনের থেকেও বেশি শক্তিশালী মিথেন। বিবেক পোলশেত্তিওয়ার দাবি যে পৃথিবীতে নানান কারণে জলবায়ুর পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা গুলিকে মোকাবিলা করতে পরবে এই সোনার গাছ। ইউকে-র দ্য রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি বিবেকের এই তিন বছরের এই পরিশ্রমকে স্বীকৃতি দিয়েছে। ফলে প্রকাশিত হয়েছে ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট