যুবকদের 70 শতাংশ চাকরিতে বেসরকারি খাতের রিজার্ভেশন মধ্যপ্রদেশ সরকার


বুধবার,১০/০৭/২০১৯
453

মধ্যপ্রদেশ: প্রাইভেট সেক্টরে কামাল নাথের স্থানীয় যুবকদের 70 শতাংশ চাকরির রিজার্ভেশন কথা  ভাবছে মধ্যপ্রদেশ সরকার। এই আইন শীঘ্রই এই আনা হবে। মঙ্গলবার সভায় এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী কামাল নাথ এই তথ্য দেন। স্থায়ী বাসিন্দাদের দ্বারা বেকারত্ব দূর করার বেসরকারি খাতে 70% রিজার্ভ সরকার রাষ্ট্র হবে। সরকারও এর জন্য একটি বিল আনবে, মধ্যপ্রদেশ এভাবেই প্রথম রাষ্ট্র হবে বলে দাবি করেন মধ্য প্রদেশ জনসংযোগ মন্ত্রী, পিসি শর্মা। এর আগে বিজেপি থেকে মনসুরের বিজেপি বিধায়ক কর্মসংস্থান সম্পর্কে প্রশ্ন করেছিলেন। এতে কংগ্রেস ও বিজেপি বিধানসভার মধ্যে অনেক বিতর্ক ছিল। এর পর কামাল নাথ ব্যক্তিগত সেক্টরে রিজার্ভেশন সম্পর্কে সবাইকে জানান।

 

 

 

 

 

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট