ফাইনালের মুখ দেখা হোলো না ভারতের


বুধবার,১০/০৭/২০১৯
881

বিশ্বকাপ ফাইনালের মুখ দেখা হোলো না ভারতীয় টিমের। সেমিফাইনাল এ ম্যাচ হারল ভারত। নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে ২৩৯ রান টার্গেট দেন ৮ উইকেটে।ভারতীয় টিম টার্গেটটি ভাঙতে পারেনি। যদিও ভারতীয় টিম জেতার আশা বেসি ছিল কিন্তু প্রথমেই ভারতীয় টিমের উপর পরে বরো ধাক্কা।মাত্র ৫ রানে তিনটি উইকেট হারিয়ে ফেলে ভারত। যে উইকেট গুলির দরকার সবথেকে বেশি ছিল সেগুলোই হারিয়ে ফেলে ভারত।

তা সত্ত্বেও ভারতীয় টিম প্রানপনে চেষ্টা করেছিল জেতার কিন্ত কিছু রানের জন্য হারতে হোলো ভারতকে।এবারের বিশ্বকাপ কে বিদায় জানাতে হলো ভারতকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট