উত্তরপ্রদেশ: ৪৮ বছরের সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বিজয়নগরে। সোমবার গভীর রাতে মদ্যপ অবস্থায় গিরিশ সিং এর ছেলে প্রতিবেশী ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং সেখানে সে এক নাবালিকা কন্যার শ্রীলতাহানি করে। মেয়েটির বাবা গিরিশ এর বাড়িতে গিয়ে পুরো ঘটনাটি খুলে বলে এবং তাতে রাগের চোটে প্রথমে ছেলেকে বেধড়ক পেটায় তার বাবা, তারপর ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে সতেন্দ্রকে খুন করে বলে অভিযোগ। খুনের দায় প্রতিবেশীদের উপর চাপানোর উদ্দেশ্যে দেহটি প্রতিবেশীর বাড়িতে ফেলে রেখে এসে পুলিশে অভিযোগ দায়ের করেন গিরিশ। পুলিশ তদন্ত করে গিরিশের বাড়িতে রক্তের দাগ খুঁজে পায়। তারপর গিরিশ কে হেফাজতে নিয়ে সওয়াল জবাব করার ফলে সে নিজের অপরাধ স্বীকার করে নেয়।
ছেলেকে কুপিয়ে খুন করলো বাবা
বুধবার,১০/০৭/২০১৯
1159