ফের কাটমানি বিক্ষোভ নারায়ণগড়ে,ভাঙল তৃণমূলের বাড়ি


বুধবার,১০/০৭/২০১৯
503

পশ্চিম মেদিনীপুর:- ফের কাটমানি বিক্ষোভ নারায়ণগড়ে।ভাঙল তৃণমূলের বাড়ি,মারধরের অভিযোগ নেতার স্ত্রী কে।অভিযোগের তীর বিজেপির দিকে।ঘটনা নারায়ণগড় ব্লকের ১৫ নং কুশবশান অঞ্চলের গনুয়া,রেডিপুর গ্রামে।কাটমানি ফেরতের দাবিতে তৃণমূলের দোর্তন্ড প্রতাপ নেতা অনুকুল সাউ,শ্যামাপদ সাউ,সুকুমার সাউ সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার ঘর ঘেরাও এর সিদ্ধান্ত নেয় বিজেপি।অভিযোগ পঞ্চায়েত সমিতির বন-ভুমি কর্মাধক্ষ সুকুমার সাউ এর বাড়ির সামনে প্রায় শতাধিক বিজেপি কর্মী জড়ো হয়ে ঘর ভাঙচুর করে বলে অভিযোগ।অভিযোগ করা হয়-বাড়ির মহিলাদেরও মারধর করার।তবে এই অভিযোগ অস্বীকার বিজেপির।তাদের দাবি-এতজনের জমায়েত কিন্তু সবাই শৃঙ্খলাবদ্ধভাবে বিক্ষোভ দেখিয়েছে।ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার বিশাল পুলিশ বাহিনী।এলাকায় উত্তেজনা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট