খুন হলো পাকিস্তানের এক সাংবাদিক


বুধবার,১০/০৭/২০১৯
1161

পাকিস্তান: খুন হলো পাকিস্তানের এক সাংবাদিক। পুলিশি সূত্রে জানা গেছে, নিউজ চ্যানেলের অ্যাঙ্কার মুরিদ আব্বাসকে একটি ক্যাপ এর বাইরে দুষ্কৃতীরা গুলি করে খুন করেছে। ব্যক্তিগত সমস্যার কারণে তাকে খুন করা হয় বলে অনুমান করছেন পুলিশ। মঙ্গলবার রাতে খায়াবান-ই-বুখারী এলাকায় বোল নিউজ এর অ্যঙ্কার মুরিদ কে লক্ষ্য করে একটি সাদা গাড়ি থেকে গুলি ছোড়া হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার। মুরিদের বুকে ও পেটে বেশ কয়েকটি বুলেটের ক্ষত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষরা। পুলিশকে তার বন্ধুরা জানিয়েছে যে, টাকা পয়সা নিয়ে কারও সঙ্গে সমস্যা ছিল মুরিদের এমনটি জানিয়েছেন শরজিল খালার।

জিও নিউজ দ্বারা জানানো হয়েছে যে, অভিযুক্তর নাম আরিফ জামান। পুলিশ তাকে খুঁজতে তার বাড়ি গেলে সে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে ভর্তি করায় হাসপাতলে। গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ। করছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট