কলকাতা: বহু পরে বর্ষা এসেছে নির্ধারিত সময়ে কিন্তু এসেই সে চলে গিয়েছে উত্তরে, কারণ পরিস্থিতির বদল হলেও, চিত্রটা বদলায়নি সামগ্রিক দক্ষিণবঙ্গের। আবহাওয়া দফতর সাফ জানাচ্ছে, আগামী ৪৮ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ,বীরভূম, নদিয়াতে। মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে উত্তাল ঢেউ থাকার কারণে নবান্নের তরফেও এই সতর্কবার্তা জারি হয়েছে। উত্তরবঙ্গে সেই সময়েই ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে তখন এই বৃষ্টির আকাল।আগামী ৯ জুলাই থেকে ১২ জুলাই।
ওপরের পাঁচটি জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী এবং নীচের জেলাগুলি তথা মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টি হবে বলে জান্নাছে আবহওা দফতর।