কলকাতা: যাদবপুরের এক সেমিনারে অমর্ত্য সেন জয় শ্রীরাম নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। তার মুখে শোনা গেছে এই স্লোগান বাংলার সংস্কৃতির মধ্যে পড়ে না। সেই সঙ্গে অমর্ত্য সেন কলকাতার স্বাধীনত্বর অস্থায়ী পরিস্থিতির কথাও উল্লেখ করেন। সেমিনারের ঠিক পরের দিন তিনি বিস্ফোরক মন্তব্য করলেন অধ্যাপক সেন এর বিরুদ্ধে দিলিপ ঘোষ।
দিলিপ ঘোষা তীব্র আক্রমণ করে বললেন, অমর্ত্য সেনের মত মানুষ বাংলায় আসেন, সরকারি পয়সা লুটে খান ও পরে সুযোগ বুঝে পালিয়ে যান। তাঁর কথা শোনার মত লোক আজকাল আর পাওয়া যায় না। তিনি বাংলার কোনও দায়িত্বও নিতে পারবেন না। সুতরাং তাঁর কথায় বেশি গুরুত্ব দিয়ে লাভ নেই। দিলীপ ঘোষ এই কথাই বাংলার মানুষ আকটু ক্ষুদ্ধ।