নিজস্ব প্রতিবেদন ঃ সেমিফাইনাল ম্যাচ নিয়ে উত্তেজনা পারদ চড়ছিল বেশ কয়েকদিন ধরে। এছাড়া ম্যাচ শুরুর আগে বৃষ্টির পূর্বাভাস ছিল। এছাড়া ম্যাচ শুরু হওয়ার আগে আবহাওয়া দপ্তর সুত্রে খবর ছিল আজ সারা দিন মেঘলা থাকবে ম্যাঞ্চেস্টারের আকাশ।ইংল্যান্ডের বেশির ভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছিল। আজ সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারতীয় দল। এদিন দুর্দান্ত শুরু করে ভারতীয় দল। কিন্তু বাধ সাধে বৃষ্টি। বৃষ্টির কারনে ৪৬.১ ওভারের মাথায় খেলা বন্ধ হয়ে যায়। এমন হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টির কারণে হতাশ হয়ে পড়ছেন ক্রিকেট ভক্তরা। বৃষ্টির জন্য এখন থমকে ভারত বনাম নিউজিল্যাণ্ডের সেমিফাইনাল ম্যাচ।
বৃষ্টির জন্য থমকে ভারত বনাম নিউজিল্যাণ্ডের সেমিফাইনাল ম্যাচ
মঙ্গলবার,০৯/০৭/২০১৯
747
বাংলা এক্সপ্রেস---