ধ্বংসের পথে রয়েছে মুসলিম বিশ্বের বেশ কয়েকটি দেশ। পশ্চিমা দেশ গুলিতে বাড়ছে ইসলামি মাফিয়া। হচ্ছে না মুসলিম রোহিঙ্গাদের পরিচয় সুরাহা। ফলে সারা বিশ্ব মুসলিমদের ওপর অত্যাচারের সংখ্যা বাড়ছে। একটি গবেষণা দাবি করেছে সারা বিশ্বে অন্যান্য জাতির থেকে মুসমিলরাই না কী জীবনে সবচেয়ে বেশি পরিতৃপ্ত। জার্মানির গবেষকরা বলছেন, মুসলিমরা বিশ্বাস এক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে এবং একেশ্বরবাদে বিশ্বাসী।
তাই তারা পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী।এরপর রয়েছে খ্রিস্টান, বৌদ্ধ ও হিন্দুরা। এখন বা প্রশ্ন উঠতে পারে কি ভাবে? এই গবেষণাচি মার্কিন সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত হয়েছে। জার্মানির ম্যানহেইম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৬৭ হাজারের বেশি মানুষের ওপর একটি পরীক্ষা চালিয়ে ছিল।সেই গবেষণা থেকেই এমন ফলাফল উঠে এসছে।