মোহাম্মদ শামিকে না খেলানোর জন্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললো সমর্থকরা


মঙ্গলবার,০৯/০৭/২০১৯
779

মোহাম্মদ শামিকে না খেলানোর জন্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললো সমর্থকরা। সেমিফাইনাল এ ভারতের প্রথম একাদশে জায়গা পেলনা মহম্মদ শামি।বিশ্বকাপের শুরুতে যশপ্রীত বুমরা এবং ভুবনেশ্বর কুমার কেই খেলাচ্ছিলেন বিরাট কোলি। তারপর ভুবি চোট পেলে শামি সুযোগ পায়। সুযোগ পেয়ে দুরদান্ত পারফরমেন্স করে সবার নজর কেড়ে নেয়। আফগানিস্তান এর বিরুদ্ধে হ্যাটট্রিক সহ ৪ ম্যাচে ১৪ টি উইকেট নিয়েছিলেন তিনি।

সেমিফাইনাল এ মহম্মদ শামির জায়গা না হওয়ায় ভারতীয় সমর্থক হতাশ। সেমিফাইনাল এ ভারত দুই পেসার বুমরা ও শামি এবং দুই স্পিনার চাহাল ও জাদেজাকে নিয়ে প্রথম একাদশ সাজিয়েছেন আর পঞ্চম বোলার হিসাবে রয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট