নিজস্ব প্রতিবেদন ঃ স্রীলঙ্কাকে পরাজিত করে লিগ ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে শেষ করেছে টিম ইন্ডিয়া।আজ সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যাণ্ড। এদিন শুরু থেকেই দুর্দান্ত ছন্দে দেখা যায় ভারতীয় দলকে । আজ তাদের প্রতিপক্ষ নিউজিল্যাণ্ড। ম্যাঞ্চেস্টারে এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরু থেকেই নিউজিল্যান্ডকে চাপে রাখার চেস্টা করে বিরাটের ভারত। ম্যাচের প্রথম ওভারে ভুবনশ্বর কুমারের ওভারে বোঝা যাচ্ছিল দুর্দান্ত ছন্দে রয়েছেন এই তারকা ক্রিকেটার। প্রথম ওভারে কোনও রান করতে পারেননি গাপ্তিল। নিউজিল্যান্ডের ইনিংসে প্রথম ধাক্কাটি দেন বুমরা। শুরুতেই গাপ্তিল কে ফিরিয়ে দেন এই পেসার।
নিউজিল্যান্ড।এরপর ম্যাচের হাল ধরে নিলেন উইলিয়ামসন ও রস টেলর। কিন্তু ৬৭ রান করে আউট হয়ে গেলেন কেন উইলিয়ামসন। ১২ রানে আউট জেমস নিশাম। ভারতীয় বোলারদের সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছে নিউজিল্যাণ্ড দল। নিউজিল্যাণ্ডের হয়ে হাফ সেঞ্চুরি করেন রস টেলর। বল হাতে এদিন দারুন শুরু করে ভারতীয় বোলাররা। এখন নিউজিল্যাণ্ডের স্কোর ৪৬.১ ২১১/৫।