মদের দশ টাকা বাকি আদায় নিয়ে কাকা ভাইপোর গন্ডগোল


মঙ্গলবার,০৯/০৭/২০১৯
521

উত্তর দিনাজপুর: মদের দশ টাকা বাকি আদায় নিয়ে কাকা ভাইপোর গন্ডগোল, কাকার হাতে খুন হলো ভাইপো। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার দক্ষিন সোহারই গ্রামে। মৃতের নাম রবীন হাঁসদা ( ৩০)। মৃতের পরিবারের পক্ষ থেকে কাকা দুখিয়া হাঁসদার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার পর থেকে পলাতক কাকা দুখিয়া হাঁসদা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ৷।

স্থানীয় সূত্রের জানা গিয়েছে, রায়গঞ্জ থানার দক্ষিন সোহারই গ্রামের বাসিন্দা রবীন হাঁসদা শনিবার দেশী মদ খেতে তার কাকা দুখিয়া হাঁসদার দোকানে গিয়েছিলেন। সেদিন কাকার কাছে মদ্যপান বাবদ ১০ টাকা বাকি রাখে রবীন৷ এদিন রাতে আবারও কাকা দুখিয়ার দোকানে মদ খেতে যায় ভাইপো রবীন। সেইসময় কাকা দুখিয়া রবীনের কাছে আগের বকেয়া ১০ টাকা চায়। বকেয়া পাওনা ১০ টাকা নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল বাধে। দুজনের মধ্যে ব্যাপক মারামারি হয়। অভিযোগ কাকা দুখিয়া হাঁসদার মারে গুরুতর জখম হয় ভাইপো রবীন। স্থানীয় বাসিন্দারা রবীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনায় রায়গঞ্জের দক্ষিন সোহারই গ্রামে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট