ব্রিজে ফাটল, গোপীবল্লভপুর-নয়াগ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে যাতায়াত বন্ধ


মঙ্গলবার,০৯/০৭/২০১৯
432

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুর থেকে নয়াগ্রাম যাওয়ারএকটি মাত্র রাস্তা ৯ নম্বর রাজ্য সড়ক। তারই উপর ফানিয়ামারার কাছে একটি সেতু রয়েছে। যা গৌড়িয়া সেতু নামে পরিচিত। দীর্ঘদিনের সেতুটি ভগ্নপ্রায় দূর্বল অবস্থায় রয়েছে। সোমবার রাত ১১টায় ব্রিজে ফাটল দেখতে পান গ্রামবাসীরা। তারপর থেকেই বন্ধ রয়েছে যান চলাচল। গোপীবল্লভপুর-নয়াগ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের ছাতিনাশোল যাওয়ার কাছে গৌড়িয় সেতুতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।

অন্যদিকে ট্রাফিক এবং পি ডব্লিউ ডি (রোড)এর আধিকারিকরা এলাকায় গিয়ে তদন্ত করেন এবং আশ্বাস দিয়েছেন তিন দিনের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। কিন্তু পরবর্তী সময়ে ১০ টনের বেশি মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

কিন্তু এলাকার লোকজনের একটাই অভিযোগ বালির জন্য রাস্তা এবং ব্রিজ সব ক্ষতি হচ্ছে। তৃণমূল থেকে বিজেপি পঞ্চায়েত গুলি জিতলেও বালির কারবার বন্ধের উপর কোন প্রভাব পড়ে নি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট