স্বধীনতা দিবসে “প্যান্থার” নিয়ে আসছে জিৎ


মঙ্গলবার,০৯/০৭/২০১৯
1242

স্বধীনতা দিবসে আসছে জিৎ। ২৬/১১র মুম্বাই হামলার ঘটনার কথা আজও ভারতবাসীর মন থেকে মুছে যায়নি। চোখের সামনে তা আজও ভেসে ওঠে।তা আজও ওবেরয় হোটেল এর সেই বিস্ফোরণ এর ঘটনা।আর এই ঘটনা নিয়ে একাধিক ছবি তৈরি হয়েছে বলিউডে।এবার বাংলাতেও তৈরি হলো২৬/১১নিয়ে ছবি,”প্যান্থার”। এই ছবিতে মুখ্যচরিত্র জিৎ কে ভারতিয় গোয়েন্দা সংস্থার এজেন্ট রূপে দেখা যাবে। সম্প্রতি এই ছবির টংজার মুক্তি পেল।শুরুতেই দেখানো হয়েছে তাজহোটেলের বিস্ফরণ।ভারতকে ভিতর থেকে শেষ করার জন্য ছিল উগ্রবাদি দের এই আক্রমনের পরিকল্পনা।

এই পরিকল্পনা বানচাল করতে আসে প্যান্থার। বাংলার কোনো ছবিতে এখোনো এই নিয়ে ছবি হয়নি।পরিচালনায় রয়েছে অংশুমান প্রত্যুষ।জিতের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন শ্রদ্ধাদাস।ছবির চিত্রনাট্য সংলাপ লিখেছেন অংশুমান ও পরমপ্রীত। যেহেতু এই ছবির সাথে দেশাত্মবোধ যুক্ত সেহেতু আগামী ১৫ই আগস্ট “প্যান্থার “ছবিটি মুক্তি পেতে পারে বলে অনেকের ধারনা।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট