এই প্রথম কোনও মার্কিন রাষ্ট্রপতি হিসেবে উত্তর কোরিয়ায় পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমে সেখানে গিয়ে তিনি প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেন, দুই কোরিয়ার আন্তর্জাতিক সীমানা কোরিয়ান ডিলিমিটাইজড জোনে গিয়ে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের সঙ্গে করমর্দন করেন। সূত্রের খবর, দুই রাষ্ট্রনেতার বৈঠকে উত্তর কোরিয়ার পরমানু অস্ত্র সমস্যার স্থায়ী সমাধান নিয়ে কথা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আজ গোটা বিশ্বের কাছে অক বিরাট দিন। এখানে আসতে পারা আমার কাছে সম্মানের। ট্রাম্পের এই অভিনব উদ্যোগ দুদেশের সম্পর্কে বরফ গলবে বলেই মনে করছে কূটনৈতিক মহল এবং তার পর কিমকে হোয়াইট হাউসে যাওয়ার আমন্ত্রন জানান।