হঠাৎ জাগল সুপ্ত আগ্নেয়গিরি


মঙ্গলবার,০৯/০৭/২০১৯
2055

হঠাৎই জেগে উঠেছে সুপ্ত আগ্নেয়গিরি। দলে দলে ঊর্ধ্বশ্বাসে সমুদ্রে ছুটে প্রাণ বাঁচালেন দ্বীপের বাসিন্দা আর পর্যটকরা এবং তার মধ্যে প্রাণ হারালেন একজন। বয়স ৩৫ বছরের মৃত ব্যক্তি সিসিলির মেসিনার বাসিন্দা। এই আগ্নেগিরি ইতালির স্ট্রমবোলি দ্বীপে আবস্থিত। এমনিতে আগ্নেয়গিরিটি জাগ্রত, কিন্তু তবে বুধবার দুটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, এ যেন নরকের দৃশ্য। আগুনের বৃষ্টি হচ্ছিল। অগ্নিনির্বাপক বিমান নামিয়েও কোনও কাজ হয়নি । কারণ বিস্ফোরণের আগে বইছিল লাভার স্রোত মতো। ১৯৫০ সালে বিখ্যাত পরিচালক রবার্তো রসোলিনি ইনগ্রিজ বার্গম্যানকে নিয়ে স্ট্রমবোলি নামেই একটি ফ্লিম করেছিলেন, সেই থেকে এই দ্বীপের আকর্ষণ পর্যটকদের কাছে। এই দূর ঘোটনাই মানুশের প্রচুর পরিমানে ক্ষতি হোয়েছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট