“কাশ্মীরকে” চেয়ে বার্তাবাহী বিমান      


মঙ্গলবার,০৯/০৭/২০১৯
724

কাশ্মীরের ‘মুক্তি’ চেয়ে বার্তাবাহী বিমান। কাশ্মীরের জন্য বিচার চাই’ আর ‘গণহত্যা বন্ধ করো ভারত, স্বাধীন করো কাশ্মীরকে’। দুটি ব্যানারে এই স্লোগান লিখে আকাশে উড়েছে দুটি বিমান শনিবার। ব্রিটেনের লিজসের হেডিংলে স্টেডিয়ামে যখন ভারত-শ্রীলঙ্কার বিশ্বকাপের ম্যাচ চলছে, তখনই দেখা যায় বিমান দুটিকে।২৯ জুন পাকিস্তান-অফগানিস্তানের ম্যাচের সময়ও উড়েছিল ব্যানারবাহী বিমান এ বিষয়ে আইসিসি বলেছে, তারা অত্যন্ত হতাশ। ম্যাচ চলা কালিন  এমন রাজনৈতিক বার্তা দেওয়া ক্ষমা করা যায় না এবং এটা বন্ধ করতে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথাও হয়েছিল। তারা আরো বলেছিল, হেডিংলেতে এটা হবে না। কেন তা হল ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের কাছে সেব্যাপারে জানতে চাইবে আইসিসি। আগেরবার এনিয়ে পাকিস্তান এবং আফগানিস্তানের সমর্থকদের মধ্যে হাতাহাতি বেঁধে গিয়েছিল।

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট