সমাধানের খোঁজে মহিলা,ক্রমাগত বাড়ছে স্তনের মাপ !


মঙ্গলবার,০৯/০৭/২০১৯
1311

ইংল্যান্ড: কখনও কি শুনেছেন ম্যাক্রোম্যাস্টিয়া রোগের নাম এটি এক প্রকার বিরল রোগ।  এই কারণে স্তনের মাপ ক্রমশ বাড়তেই থাকে, এবং সেটা লাগামহীন ভাবে। ইংল্যান্ডের গ্রেট ম্যাঞ্চেস্টারের ২৫ বছরের ফিওনা হর্নবি এই বিরল রোগে আক্রান্ত। ১০ বছর বয়স থেকেই এই সমস্যায় ভুছেন তিনি। নারী সৌন্দর্যের অন্যতম প্রতীক হল  স্তন, অথচ সেই স্তনের ধাক্কাতেই কাহিল ফিওনা। বাড়ি থেকে বের হতে পারেননা, ৫-৭ মিনিটের বেশি দাঁড়িয়েও থাকতে পারেন না, কারণ স্তনের আকার বেড়ে এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁর অন্তর্বাসের মাপ এখন ৪৮ জে। অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কেউই সেভাবে সমাধান করতে পারেননি, ফলে জীবনে হতাস হয়ে পরেছেন তিনি।

তবে স্তনে বিশেষ অস্ত্রোপচারের মাধ্যমে কমানো যেতে পারে আকার। তবা তার জন্য প্রয়োজন প্রচুর টাকার, অগ্যতা টাকার ব্যবস্থা করতে ব্যস্ত বিশালাকায় স্তনের মালকিন ফিওনা হর্নবি।

 

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট