চতুর্থবারের জন্য মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল আমেরিকা


মঙ্গলবার,০৯/০৭/২০১৯
617

২ -০ গোলে পরাজিত করে নেদারল্যান্ডসকে, চতুর্থবারের জন্য মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল আমেরিকা। গতকাল রবিবার রাতে ম্যাচের রাশ আগা গোড়াই নিজেদের দখলে রেখেছিলেন মার্কিন মহিলা ফুটবলাররা। ডাচদের হয়ে একমাত্র প্রতিরোধ গড়ে তুলেছেন গোলরক্ষক সারি ভ্যান ভিনেনডাল গোটা ম্যাচে ও প্রথমার্ধেই তিনটি অবধারিত গোল বাঁচিয়ে নেদারল্যান্ডকে আরও বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে চকিত ভলিতে গোল করে আমেরিকাকে এগিয়ে দেন মেগন রাপিনো।

৮ মিনিট পরই একক চেষ্টায় গোল করে ডাচদের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন রোজ ল্যাভেল। টুর্মামেন্টের সর্বোচ্চ গোলদাতা আমেরিকার মেগন রাপিনো ও ইংল্যান্ডের অ্যালেন হোয়াইট। দুজনেই করেছেন ৬টি করে গোল। আয় পোরিনামে আমেরিকা বাসী ভীশণ ভাবে খুশি।

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট