একযোগে পদত্যাগ করলেন কর্নাটকের কংগ্রেসের মন্ত্রীরা


মঙ্গলবার,০৯/০৭/২০১৯
442

কর্নাটক: পদত্যাগ কর্নাটকে মন্ত্রীগণ কংগ্রেস থেকে,  সোমবার উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বেরর কাছে তাঁরা তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। সরকারে বাঁচাতে তিনি যা করার করবেন বলে আগেই জানিয়েছিলেন পরমেশ্বর। ইতিমধ্যে আরও এক বিধায়ক ইস্তফা দিয়েছেন। সরকার বাঁচাতে একযোগে পদত্যাগ করলেন কর্নাটকের কংগ্রেসের মন্ত্রীরা। ইতিমধ্যে এক বিধায়ক ইস্তফা দিয়েছেন। নির্দল সদস্য এইচ নাগেশ স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত জুনে তাঁকে মন্ত্রী করেছিলেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। ১৩ কংগ্রেস বিধায়কদের পদত্যাগ গৃহীত হলে সংখ্যাগরিষ্ঠতায় টান পড়বে জোট সরকারের। অন্যদিকে, সরকার বাঁচানোর মরিয়া চেষ্টায় নেমেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। এইচ ডি কুমারস্বামী। সোমবার জরুরি ক্যাবিনেট বৈঠক ডেকেছেন তিনি। সেখান থেকেই বিধানসভার বাদল অধিবেশন পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হতে পারে রাজ্যপালকে। ১২ জুলাই বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট