দুনৌকায় পা দিয়ে চলছেন সব্যসাচী দত্ত। সোমবার সব্যসাচী দত্তকে বেইমান ও মীরজাফর সন্মোধন করে ফিরহাদ হাকিম এমনটাই দাবি করলেন। এভাবে দলের মধ্যে থেকেই বারবার দলবিরোধী কাজকর্ম করছে এটা অন্যায়। তাই আমি দলের শৃঙ্খলা রক্ষা কমিটিকে অনুরোধ করব যাতে সব্যসাচীকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। তাঁর এ কথায়, যাওয়ার হলে চলে যাক, এভাবে দলে থেকে দলকে অস্বস্তিতে ফেলছেন কেন সব্যসাচী, এই প্রশ্নও তুলেছেন পুরমন্ত্রীসূত্রের খবর। এদিনই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ফোন করে নিজে থেকেই পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন সব্যসাচী দত্তকে।
তিনি সব্যসাচীকে পরিস্কার জানিয়ে দিয়েছেন অন্যথায় অনাস্থা এনে আইনী প্রক্রিয়ায় তাঁকে সরিয়ে দেওয়া হবে। রবিবার রাতেই সল্টলেকের একটি ক্লাবে একসাথে নৈশভোজ সারেন বিজেপি নেতা মুকুল বায় ও বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত , সেখানে সব্যসাচীকে পাশে বসিয়েই মুকুল রায় তাঁর পক্ষ নিয়ে তীব্র আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে।