সিনেমায় নতুন ভূমিকায় রনবীর


সোমবার,০৮/০৭/২০১৯
816

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ; সিনেমা জগতে অতি অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন এই তারকা। ৮৩–র বিশ্বজয় নিয়ে ছবি তৈরি করছেন পরিচালক কবীর খান। সেই ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর। আর কপিলের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে রয়েছেন রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোন।

 

৮৩ র বিশ্ব জয়ের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই সিনেমাটী। সব মিলিয়ে এক নতুন চরিত্রে সিনেমার পর্দায় দেখা যাবে রনবীরকে। এর আগে নানান ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনয় নজর কেড়েছে সিনে প্রেমীদের। কিন্তু একেবারে নতুন লুকে দেখা যাবে সিনে দুনিয়ার এই তারকাকে। পরিচালক কবীর খানের পরিচালনায় ৮৩ র বিশ্বজয় এর প্রেক্ষাপটে এক নতুন চরিত্রে দেখা যাবে রনবীরকে। ৮৩–র বিশ্বজয় এর কাহিনী তুলে ধরা হবে এই বায়োপিকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট