একটি বাস লখনৌ থেকে দিল্লি আসার পথে যমুনা এক্সপ্রেস ওয়েতে ভয়াবহ দুর্ঘটনা


সোমবার,০৮/০৭/২০১৯
406

উত্তর প্রদেশ: একটি বাস লখনৌ থেকে দিল্লি আসার পথে যমুনা এক্সপ্রেস ওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে এমনটাই জানান হয়েছে উত্তর প্রদেশ পুলিশের তরফ থেকে। উদ্ধার করা সম্ভব হয়েছে ২০ জনকে এবং উদ্ধারের কাজ এখনও চলছে এমনটি জানিয়েছে তারা। এই ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২৯ জন আর আহত হন ১৭ জন। পুলিশ সুত্রে জানাগেছে, ৪৬ জন যাত্রী নিয়ে লখনৌ থেকে দিল্লির দিকে আসা বাসটি ১৫ ফুট নীচে একটি ড্রেনে গিয়ে পড়ে যায়। অনুমান, বাস চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে ঘটনাটি ঘটে। উত্তর প্রদেশ পুলিশের তরফ থেকে টুইট করে গোটা ঘটনাটি জানানো হয়েছে।

জেলা বিচারপতি জানিয়েছেন, আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গোটা ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের লোকেরা যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা লাভ করে, সেদিকেও বিশেষ নজরদারি দেওয়া হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট