নিজস্ব প্রতিবেদন ; বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন টীম ইন্ডিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। বিশ্বকাপে পাঁচটা সেঞ্চুরি করে নতুন রেকর্ড স্পর্শ করেছেন তিনি। পরপর ম্যাচে সেঞ্চুরী করে দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা ক্রিকেটার। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিন সেঞ্চুরী করলেন তিনি। চলতি বিশ্বকাপে পঞ্চম সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা। ভাঙলেন কুমার সঙ্গকারা ও রিকি পন্টিংয়ের রেকর্ড।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরী করার সঙ্গে সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক শতরানের রেকর্ড গড়েছেন তিনি। চলতি বিশ্বকাপে তিনি যে টিম ইন্ডিয়ার অন্যতম অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। একই বিশ্বকাপে চার সেঞ্চুরি করার রেকর্ড ছিল সঙ্গকারার। এ দিন পঞ্চম সেঞ্চুরি করে নতুন রেকর্ডের মালিক রোহিত। রোহিতের দুরন্ত ইনিংসে মুগ্ধ ক্রিকেট প্রেমীরা। মঙ্গলবার সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে বিরাট ব্রিগেড। সেমিফাইনালেও তাঁর ব্যাটের দিকে তাকিয়ে দল।