রায়গঞ্জ: রাস্তায় আর টোটো নয় চলবে ই-রিক্সা, রাজ্যের অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার রায়গঞ্জ শহরে প্রতিবাদ মিছিল করল বিজেপির টোটো চালক শ্রমিক সংগঠন পশ্চিমবঙ্গ অসংগঠিত ট্রেড ইউনিয়ন সেল। কয়েক হাজার টোটো চালকেরা রায়গঞ্জ শহরের দেবীনগর কসবা মোড় থেকে মিছিল করে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে গিয়ে শেষ করে। শিলিগুড়ি মোড়ে এক পথসভার মাধ্যমে সংগঠনের সদস্যরা বিভিন্ন দাবি দাওয়া বক্তব্য রাখেন। তাদের দাবি, লক্ষ লক্ষ টাকা ট্যাক্স নিয়ে হাজার হাজার টোটো র লাইসেন্স দিয়েছে রায়গঞ্জ পুরসভা। অথচ এখন রাজ্য সরকার টোটোর বদলে ই-রিক্সা চালু করতে চাইছে। ইতিমধ্যেই ফরম্যান জারি করেছে রাজ্য সরকার। এরই প্রতিবাদে আজ রায়গঞ্জ শহরে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল করা হল বলে জানালেন বিজেপির শ্রমিক সংগঠনের নেতা অনির্বান চক্রবর্তী।
রাজ্যের অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার রায়গঞ্জ শহরে প্রতিবাদ মিছিল
সোমবার,০৮/০৭/২০১৯
588