ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে হারিয়ে বা চুরি যাওয়া মোবাইল ফেরত দেওয়ার উদ্যোগ হল ‘প্রত্যাপর্ণ’। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এসপি অরিজিৎ সিনহা গত জানুয়ারি মাসে এই উদ্যোগটি চালু করে ছিলেন। গত ছ’মাসে ২১০টি চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দেওয়া গিয়েছে মালিকদের হাতে। যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। শনিবারও এরকম ৩০টি মোবাইল ফেরত দেওয়া হয় যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ২০ হাজার। ঝাড়গ্রাম এসপি অফিসে কার্যালয়ে মোবাইল ফেরত দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো, ডিএসপি(ট্রাফিক) পারভেজ সরফরাজ,ডিএসপি(ট্রাফিক) দেবরাজ ঘোষ, ঝাড়গ্রামের এসওজি সেলের ওসি মহম্মদ আলি।
‘প্রত্যাপর্ণের’ মাধ্যমে ২১০টি চুরি যাওয়া মোবাইল ফিরিয়ে দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ
শনিবার,০৬/০৭/২০১৯
637