ঝাড়গ্রাম : শনিবার ঝা়ডগ্রাম শহরে পাঁচমাথা মোড়ে জেলা বিজেপির উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালনের পাশাপাশি দলীয় সদস্য পদ সংগ্রহের অভিযান চালানো হয়। ২০০৭ সালে সাঁওতালি ভাষার নাট্যকার হিসেবে দিল্লি থেকে সাহিত্য একাডেমি পুরষ্কার পেয়েছিলেন তথা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী খেরওয়াল সোরেন, সাঁওতালি ভাষার বিশিষ্ট লেখক নিরঞ্জন হাঁসদা, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী মনোজকুমার মাণ্ডি, চিকিৎসক নেতাজী সিং-রা এদিন বিজেপিতে যোগ দেন। তাঁদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় শতপথী।
ঝাড়গ্রামে বিজেপিতে যোগদান করলেন সাঁওতালি সাহিত্যিক-চিকিৎসক
শনিবার,০৬/০৭/২০১৯
606