উরালের কারখানার জমিতে শিল্প হয়নি,প্রশাসন দখল করল ১০০ একর জমি


শনিবার,০৬/০৭/২০১৯
440

হলদিয়া : উরালের কারখানার জমিতে শিল্প হয়নি,প্রশাসন দখল করল ১০০ একর জমি।কারখানা করার জন্য সরকারের কাছ থেকে ১০০ একর জমি নিয়ে তা ফেলে রেখেছিল গাড়ি নির্মাণকারী শিল্প সংস্থা। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে শনিবার সেই জমির দখল নিল হলদিয়া উন্নয়ন পর্ষদ।বামফ্রন্ট সরকারের আমলে উরাল নামে একটি গাড়ি নির্মাণকারী সংস্থাকে কারখানা তৈরির জন্য হলদিয়ায় প্রায় ১০০ একর জমি দেওয়া হয়েছিল। ২০১১ সালে রাজ্য সরকারের সঙ্গে উরালের এই নিয়ে চুক্তি হয়।কারখানা স্থাপন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

অভিযোগ, শিল্প করার নাম করে বিপুল জমি দীর্ঘদিন ধরে ফেলে রেখেছিল উড়াল কর্তৃপক্ষ।এমতঅবস্থায় হলদিয়া উন্নয়ন পর্ষদ ২০১৮ সালে জমি ফেরত চেয়ে উরাল কর্তৃপক্ষকে নোটিশ পাঠায়। শিল্প আইন অনুসারে এই নোটিশ পাঠানো হয়েছিল। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে শেষ পর্যন্ত HDA-র পক্ষে রায় দেয় উচ্চ আদালত। আদালতের এই রায়কে হাতিয়ার করে শনিবার উরালের হাতে থাকা প্রায় ১০০ একর জমির দখল নিল হলদিয়া উন্নয়ন পর্ষদ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট