পশ্চিম মেদিনীপুর:-ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিবস পালন ও সদস্যতা অভিযানে অতর্কিত আক্রমন তৃণমূলের ,মারধর ও ঘর ভাঙচুর বিজেপি কর্মীদের ,ঘটনায় মাথা ফাটল , আহত 4 , ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার ৫ নং আঙ্গুয়া অঞ্চলের ঘোলাইয়ের বাঁশকুনিতে । বলা যায় যে গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বিজেপির সদস্য অভিযান ও ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম দিবস । সেই জন্ম দিবস কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আক্রমণের ঘটনা । এবার দাঁতনে আক্রমণের শিকার হলেন বিজেপি কর্মীরা।
শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিন পালনের সময় অতর্কিতে তৃণমূলের শতাধিক বাহিনী আক্রমণ চালায় বিজেপি নেতা ও কর্মী সমর্থকদের উপর। বাঁশ ,রড ভোজালির এলোপাথাড়ি আঘাতে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা । গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের দাঁতনে ভর্তি করা হয় পরে অবস্থা খারাপ হলে মেদিনীপুর মেডিকেল কলেজ রেফার করা হয় । এই ঘটনায় এলাকায় উত্তেজনা l আশঙ্কাজনক অবস্থায় চারজন বিজেপি কর্মী ভর্তি হাসপাতালে । একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় l এই দিন সকাল বেলায় তৃণমূলের দ্বারা আক্রান্ত শিকার হয়েছে বনপুরার 7 নম্বর অঞ্চলের খাঙ্গার ডিহির 4 বিজেপি কর্মী সমর্থক । এদিন তারা এই দিন তাদের অনুষ্ঠান চলাকালীন বোমা মারে তৃণমূলের দুষ্কৃতীরা । সেই বোমার আঘাতে আহত হয়েছে এক স্কুলছাত্রীও ।