পশ্চিমবঙ্গের ৪৯ টি ব্লকে ভূগর্ভস্থ জলে মিলেছে মাত্রাতিরিক্ত ফ্লোরাইড। দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে এবং রাজপুর, সোনারপুরের ৩৫ টি ওয়ার্ডের মধ্যে ৭ টি ওয়ার্ডের জলে মিললো ফ্লোরাইড।গবেষকরা বলছেন মাত্রাতিরিক্ত ভূগর্ভস্থ জল উত্তোলনের জন্য আর্সেনিকের পর এবার ফ্লোরাইডের বিপদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজের সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী রাজ্যের ১৭৪ টি ব্লকের ভূগর্ভস্থ জলস্তর বছরে গড়ে ৮ ইঞ্চি নেমে যাচ্ছে, আর কলকাতায় সেটার পরিমাণ বছরে ১-২ ফুট।
স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজের এর রিপোর্টটি নজরে এসেছে কেন্দ্র এবং রাজ্য সরকারেরও ।ফ্লোরাইড যুক্ত জল শরীরে ঢোকা মানেই ডেন্টাল স্কেলেটাল ফ্লোরোসিসের মতো রোগের আশঙ্কা। বিজ্ঞানিরা বলছেন এখন থেকে সতর্ক না হলেই কিন্তু বিপদ, জলের অপচয় বন্ধ করতেই হবে।যাদবপুরের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজের গবেষকরা পরীক্ষা করে দেখেছেন পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় ফসলেও মিলেছে মাত্রাতিরিক্ত ফ্লোরাইড।