পশ্চিম মেদিনীপুরে বাস ও ছোটগাড়ির মুখোমুখি সংষর্ষে মৃত এক,আহত ২৩


শনিবার,০৬/০৭/২০১৯
398

পশ্চিম মেদিনীপুর:-বাস ও একটি ছোটগাড়ির মুখোমুখি সংষর্ষে মৃত্যু হল একজনের। আহত হয়েছেন ২৩জন। শনিবার সকালে বেলদা কাঁথি রাজ্য সড়কের অর্জুনির কাছের ঘটনা। দীঘাগামী একটি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসের সঙ্গে বেলদাগামী একটি শিশুখাদ্য পরিবহন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ছোট গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য দ্রুতগতিতে ছিল বাসটি। স্থানীয় ও বেলদা থানার পুলিশ আহতদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। মৃতের নাম অভিজিৎ সরকার। বাড়ি দমদমে। শিশুখাদ্য সরবরাহকারী গাড়ির চালক ছিল সে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট