দাঁতনের ঘোলাই এ তৃনমূল বিজেপি সংঘর্ষ,আহত দুপক্ষের ৮


শনিবার,০৬/০৭/২০১৯
372

পশ্চিম মেদিনীপুর:-দাঁতনের ঘোলাইএ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন পালনকে কেন্দ্র করে তৃনমূল বিজেপি সংঘর্ষ। আহত দুপক্ষের ৮। টাঙ্গির কোপে ৫ জনের অবস্থা আশংকাজনক। আহতদের নিয়ে আসা হল মেদিনীপুর মেডিকেলে। জানা গিয়েছে, এদিন সকালে ঘোলাই বাজারে বিজেপি কর্মিদের জমায়েতের সময় হঠাতই বচসায় জড়িয়ে পড়ে তৃনমুল কর্মীরা। এরপরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। ঘটনাস্থলে পৌছেছে বিশাল পুলিশবাহিনী॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট