উত্তর ২৪ পরগনা : শনিবার রাত ১২ টা ১৫ থেকে রবিবার দুপুর ১ টা ১৫ পযন্ত শিয়ালদহ থেকে হাসনাবাদ , শিয়ালদহ থেকে বনগাঁ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে । শনিবার অথাৎ আজ রাত থেকেই শুরু হবে নোয়া পাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান মেট্রো প্রকল্পের কাজ । দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ১ ও ২ নং লাইনের কাছে হবে এই কাজ । ১৩ ঘন্টার জন্য বন্ধ থাকবে ট্রেন চলাচল । বারাসত ও বিরাটির মধ্যে চলবে শাটল ট্রেন । বারাসত ও হাসনাবাদের মধ্যে ও চলবে এই শাটল ট্রেন । এবং শিয়ালদহ থেকে দমদম পযন্ত চলবেএই শাটল ট্রেন । দমদম থেকে বারাসতের মধ্যে চলবে কয়েকটি বিশেষ বাস ।রবিবার সকালে ৬ টা থেকে দুপুর ২ টো পযন্ত চলবে এই বাস । দমদমে ১১ নং বাস স্ট্যান্ড থেকে এই বিশেষ বাস গুলি ছাড়বে ।
শিয়ালদহ থেকে হাসনাবাদ , শিয়ালদহ থেকে বনগাঁ শাখায় ট্রেন চলাচল বন্ধ
শনিবার,০৬/০৭/২০১৯
749