ফুটবলকে বিদায় জানালেন আর্জেন রবেন


শনিবার,০৬/০৭/২০১৯
502

ফুটবলকে বিদায় জানালেন আর্জেন রবেন।দীর্ঘ ১৯ বছরের পেশাদার ফুটবল কেরিয়ারে ইতি টানলেন নেদারল্যান্ডসের এই কিংবদন্তী।স্ট্রাইকার ডাচ ক্লাব এফসি গোনিঙ্গেনের হয়ে১৯৯৯- ২০০০ মরশুমে ক্লাব ফুটবলে অভিষেক হয় এই ডাচ ম্যাজিশিয়ান এর।পর্তুগাল এর বিরুদ্ধে প্রতি ম্যাচে ২০০৩ সালে রবেনের জাতীয় দলের অভিষেক হয়।বর্নাঢ্য কেরিয়ারে পিএসভি,চেলসি,এবং রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন রবেন।তবে ২০০৯ সালে রিয়াল থেকে জার্মাণ ক্লাব বায়ার্ন মিউনিখে এসে সব কিছু পাল্টে যায়।তারপর দীর্ঘ সময় ধরে ইউরোপিয় ফুটবলে দাপিয়ে বেরিয়েছেন রবেন।

বায়ার্নের সাথে একটি চ্যাম্পিয়ান লিগসহ ৮ ট্রফিও জিতেছেন তিনি।আর দেশের হয়ে ৯৬ টি ম্যাচে ৩৭ টি গোল করেছেন তিনি।২০১০ সালে নেদারল্যান্ডস কে বিশ্বকাপ ফাইনালে তুললেও স্পেনের কাছে ০-১ গোলে হেরে যায়। গত মরশুমের শেষে বায়ার্ন মিউনিখকেও বিদায় জানায় তিনি।তার পর পাকা পাকি বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন ডাচ উইঙ্গার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট