কলকাতা : গতকাল বিভিন্ন সংবাদ মাদ্ধমে ” রাস্তার উপর দূর্গা পূজা করা যাবে না বলে রাজ্য সরকারি দফতর নবান্নের একটি আদেশ ” নিয়ে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু আজ ” কলকাতা পুলিশের ” পক্ষ থেকে এই খবরের বিরোধিতা করে একটি ফেইসবুক পোস্ট করা হয় , যেটা স্বয়ং মুখ্যমন্ত্রী ও শেয়ার করেন। কলকাতা পুলিশের ফেইসবুক পেজার বক্তব্য হলো “সংবাদমাধ্যমের একাংশে দুর্গাপূজার অনুমতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।নিহিত স্বার্থ নিয়ে কিছু মানুষও এই বিভ্রান্তি ছড়ানোয় শরিক হয়েছেন।আপনাদের জানাই, এ বছরের পূজায় অনুমতির ক্ষেত্রে নতুন কোনও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না।আগের বছরগুলিতে যে পদ্ধতিতে পূজার অনুমতি দেওয়া হত, এ বছরও সেই নিয়মই চালু থাকবে।”
“সংবাদ মাধ্যমের একাংশে দুর্গাপূজার অনুমতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে”- কলকাতা পুলিশ
শুক্রবার,০৫/০৭/২০১৯
614