অসৎ ও অভিযুক্ত রেশন ডিলারদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।কাটমানি বিতর্কের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় রেশন ডিলারদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ।তিনি বলেন যে সব ডিলার এর বিরুদ্ধে অভিযোগ উঠবে তাদের লাইসেন্স বাতিল করা হবে । রেশন ডিলারদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে যেমন – নিয়মিত সরবরাহ না করা, চাল, গম, চিনি প্রভৃতির ওজন কম দেওয়া, খোলা বাজারে বিক্রি করা প্রভৃতি ।
এছাড়া রেশন ব্যবস্থায় বিভিন্ন অভিযোগ উঠেছে যেমন – চাল, আটা, চিনি খাবার অযোগ্য ।এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য দফতর ও অফিসার দের প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেন, প্রয়োজনে লাইসেন্স বাতিল করার নির্দেশ দেন ।