পরিবেশ বাঁচাতে প্রচার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের


শুক্রবার,০৫/০৭/২০১৯
481

জন বিজ্ঞান সংস্থা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পরিবেশ বাঁচাতে পথ পরিক্রমা ও প্রচার করা হল।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের, উলুবেড়িয়া বিজ্ঞান কেন্দ্র র উদ্যোগে, কালিনগর বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় এই পরিক্রমা শুরু হয় মৌবেশিয়ার মোড় থেকে ।গোটা উলুবেড়িয়া মহকুমা জুড়ে এই প্রচার অভিযান চালানো হয় ।মৌবেশিয়ার মোড় থেকে শুরু করে কালীতলা, খাসপুর, বহিরা দাস পাড়া, দোকান গোড়া, হরিবাসর, বহিরা হাই স্কুল, বড় আমশা, ছোট আমশা, কাশ্মূল, তপনা, হাটগাছা, সমরুক হাট, বোয়ালিয়া, গড়চুমুক, ৫৮গেট, মোহিনী রোড, বাগানডা, ধূলাসিমলা, কালিনগর বাজার, গঙ্গা রামপুর, উলুবেড়িয়া স্টেশন রোড থেকে ঘুরে গরু হাটা, উলুবেড়িয়া লকগেট হয়ে মৌবেশিয়ার মোড়ে প্রচার শেষ হয় ।

প্রচার এ অংশ নেন বিজ্ঞান মঞ্চের সদস্য রা।এর মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা ।প্রচার ও লিফলেট বিলি করা হয়, গাছ লাগানো সম্পর্কে উৎসাহিত করা হয়, প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করা যাতে কম হয় তার জন্য আবেদন করা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট