বুনো হাতির অত্যাচারে অতিষ্ট মানুষজন, গ্রামে গ্রামে হাতির আতঙ্ক


শুক্রবার,০৫/০৭/২০১৯
424

ঝাড়গ্রাম : প্রতিদিন ঝাড়গ্রাম ব্লকের বিভিন্ন গ্রামে রাত বিরিতে হানা দিচ্ছে বুনো হাতির দল। জঙ্গল ছেড়ে একেবারে ঢুকে পড়ছে গ্রামের ভিতরে। বাড়ির উঠোনে। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে পসরো, ঘৃতখাম, নেদাবহরা, শালবনি, কুমারী, গজল, বৃন্দাবনপুর প্রভৃতি গ্রাম গ্রাম গুলিতে। শুক্রবার ভোর সকালে হাতির আক্রমণ চালায় প্রাথমিক বিদ্যালয় গজলে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ জানালা ভেঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের চাল খেয়ে ফেলে। হাতির অত্যাচারে অতিষ্ট মানুষজন, গ্রামে গ্রামে আতঙ্ক ও ভয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট