রাস্তা আটকে আর দুর্গাপুজো নয়, থানায়-থানায় নির্দেশ গেল নবান্ন থেকে


শুক্রবার,০৫/০৭/২০১৯
607

সাধারন মানুষের সুবিধার কথা ভেবে নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাস্তা আটকে আর দুর্গাপুজো নয়, থানায়-থানায় নির্দেশ গেল নবান্ন থেকে।আর মাস কয়েক মাসের মধ্যে এসে যাবে দুর্গাপুজো আর এই উৎসবে মেতে উঠবে বাঙালি।কিন্তু তার আগেই রাজ্য সারকার নবান্ন থেকে জরুরি নির্দেশ দিলেন রাজ্যের সমস্ত জেলার থানাগুলিতে যে রাজ্যের কোথাও রাস্তা আটকে দুর্গাপুজোর প্যান্ডেল করা যাবে না।রাজ্যের সবকটি থানাকে কড়া নির্দেশিকা পাঠাল নবান্ন।এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে প্রতিটি পুজো কমিটিকেও।

বৃহস্পতিবার রথযাত্রার দিন দুর্গাপুজোর খুঁটিপুজোর আয়োজন করা হয়েছিল। কোথাও কোথাও আবার খুঁটিপুজো গতমাসেই হয়ে গিয়েছে। কিন্তু সাধারণ মানুষের অসুবিধার কথার মাথায় রেখেই নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।নির্দেশ অনুযায়ী, কোথাও রাস্তা আটকে পুজোর প্যান্ডেল করা যাবে না। কলকাতা-সহ রাজ্যের বহু জায়গায় প্যান্ডেলের কারণে যান চলাচলে সমস্যা হয়। সেরকম পরিস্থিতি হলেও কোনও অনুমতি দেওয়া হবে না।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত বছর পুজোর সময় রাস্তা আটকে প্যান্ডেল করার কারণে হয়রানির একাধিক অভিযোগ জমা পড়েছিল নবান্নে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট