ফের ২৬/১১ মুম্বইয়ের ধাঁচে হামলার ছক ISI-এর !


শুক্রবার,০৫/০৭/২০১৯
342

ফের ২৬/১১ মুম্বইয়ের ধাঁচে হামলার ছক ISI-এর! পাকিস্তান চরকে জিজ্ঞাবাদে তথ্য ফাঁস।আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসী নিয়ে ক্রমশই বেড়েই ছলেছে।তবু এরমধ্যেই পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI ২৬/১১ মুম্বইয়ের ধাঁচে হামলার ছক কষছে।সম্প্রতি NIA-এর হাতে ধৃত এক পাক চরকে জেরা করে এমনই তথ্য পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এমনই বিস্ফোরক খবর টাইমস নাও-এর।টাইমস নাও-এর খবর অনুযায়ী, মুম্বই হামলার মতোই ফিদাঁয়ে নাশকতার ছক চালাচ্ছিল ISI। মোট ৫ জন পাক কূটনীতিক জড়িত ছিলেন এই পরিকল্পনার সঙ্গে।

জানা গেছে, স্লিপার সেলের মাধ্যমে এদেশে জঙ্গি নিয়োগে জোর দেওয়ার চেষ্টা চালাচ্ছে পড়শি দেশের গুপ্তচর সংস্থা। শ্রীলঙ্কা নিযুক্ত এক পাক কূটনীতিক তাকে ভারতে পাঠিয়েছিল বলে জেরায় জানিয়েছে ধৃত পাক গুপ্তচর। জঙ্গিদের এ দেশে প্রবেশে সাহায্য করার দায়িত্ব ছিল ওই চরের উপর।এদিকে, আন্তর্জাতিক চাপের মুখে হাফিজ সইদ ও তার ১২ জন সঙ্গীর বিরুদ্ধে ২৩টি মামলা করেছে ইমরান খানের সরকার। আশ্বাস দেওয়া হয়েছে, শীঘ্রই গ্রেফতার করা হবে লস্কর প্রধানকে। যদিও গোটা বিষয়কেই ‘লোক দেখানো’ বলে কটাক্ষ করেছে ভারত। নয়াদিল্লির অভিযোগ, ‘জঙ্গিদমনে মোটেই আন্তরিক নয় ইসলামাবাদ।’ ২৬/১১-র মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট