আবার ও বোমা বিস্ফোরন বীরভূমে! মল্লার পুরের এবার লাভপুরে


শুক্রবার,০৫/০৭/২০১৯
515

বীরভূমে মল্লার পুরের পর লাভপুরে বুধবার রাতে ঘটে গেল আর ও একটি বিস্ফোরন। এবার লাভপুরের দঁাড়োকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রর ঘরের ভয়াবহ বিস্ফোরন,ধুলিসাৎ দুটি ঘর। ভেঙে নষ্ট হয়েছে পাশের একটি ঘরের টিনের চাল। স্থানীয় সুত্রে খবর, বুধবার রাত ২ টো ৩০ মিনিট নাগাদ হঠাৎ বিকট শব্দ শোনা যায়, শুনে বাইরে এসে বিস্ফোরন ঘটনা দেখেন স্থানীয় বাসীন্দারা। বিস্ফোরন কে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক সংঘর্ষের বিক্ষোভ।

বিজেপি এবং তৃনমূল এর পরষ্পরের বিরুদ্ধে বোমা বিস্ফোরন অভিযোগ তুলেছে । স্বাস্থ্যকেন্দ্রর ভিতরেই ছিল পুলিশ, এর পর ও কীভাবে ঘটল বোমা বিস্ফোরন?

কীভাবে ওই কর্মী আবাসনের পরিতক্ত ঘরে বোমা মজুত করা হল তা নিয়ে তদন্তে গোয়েন্দা দল।যদি দিনের বেলা এই বিস্ফোরন ঘটত তাহলে অনেক মানুষ প্রান হারাত বলে স্থানীয় বাসিন্দার আশংকা। ২০১৭ সালেও এই দাঁড়োকা অঞ্চলে বিস্ফোরন হয়। কিন্তু এবার বীরভূমের দুটি এলাকায় ঘটে গেল বড় দুবার বিস্ফোরন, জানা গেছে বিস্ফোরনের ৮ ঘন্টা পর পুলিশ তৃনমূল কর্মী দের বিক্ষোভের মুখোমুখী হয়েছে । তৃণমূলের বক্তব্যের অভিযোগ পুলিশের নিস্কিয়তার ফলেই এই পরিবেশ সৃষ্টি হয়েছে । বিস্ফোরনের হতাহত খবর নেই

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট