ছাগল খেতে এসে ধরা পড়ল চোর । তবে এই চোর কোনও মানুষ নয় ! ১৮ ফুটের লম্বা একটি অজগর । যা দেখে হতবাক হলেন বনকর্মীরা ।বৃহস্পতিবার অথাৎ আজ ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার তারঘেরা বনবিভাগের কাঠের ডিপোতে । স্থানীয় সূত্রে জানা গেছে যে , বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ তারঘেরা রেঞ্জের ডিপোতে কাঠ সরাচ্ছিলেন কয়েকজন বনকর্মী । আচমকা তাদের চোখে পড়ে কাঠের ফাঁকে বিশাল মাপের একটি অজগর বড় একটি ছাগল কে পেঁচিয়ে ধরে খাচ্ছে । এই দৃশ্য দেখেই চিৎকার শুরু করেন তারা । তা শুনে ঘটনা স্থলে ছুটে আসেন অন্য বনকর্মীরা ।
তখন বনকর্মীরা অজগর টিকে ধরতে যায় । সেই সময় অধীর বৈশ্য নামে একজন বনকর্মীর হাতে কামড় দেয় ওই অজগরটি সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেই বনকর্মীর হাতে পাঁচটি সেলাই পরেছে বলে জানা গেছে । বর্তমানে সেই বনকর্মীর চিকিৎসা চলছে । এই ঘটনার পরে কয়েকজন বনকর্মী মিলে ওই অজগর টিকে ধরে খাঁচাবন্দি করে ।