ছোট্ট গ্রাম বড়োআমশায় আজ বিকালে জাকজমক কোরে পালিত হল রথযাত্রা


শুক্রবার,০৫/০৭/২০১৯
380

ছোট্ট গ্রাম বড়োআমশায় আজ বিকালে জাকজমক কোরে পালিত হল রথযাত্রা।এই নিয়ে ৪ বছর পালিত হচ্ছে এই রথপূজা।বহিরা অঞ্চল এর অন্তরগত এই বড়োআমশা নামোক ছোট্ট গ্রামটির রথযাত্রার জাকজমক আরও বারিয়ে তুলেছে এখানকার গ্রামবাসি।এখানে ছোট্ট একটি মেলা বসে এবং সেই মেলার মধ্য দিয়ে এখানকার গ্রামবাসির আনন্দ প্রস্ফুটিত হয়।এই রথযাত্রা শুরু হয় বড়োআমশা মন্দির তলা থেকে । তারপর খাসপুর হয়ে বহিরা অঞ্চল এর পাস দিয়ে এসে বড়োআমশা কালিতলা মাসির বারি এসে থামে।এই রথ পরিচালনায় রয়েছে এখানকার কিছু দায়িত্ব বান গ্রামবাসি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট