উদ্ধার সরাল প্রজাতির ১টি হাঁস ও ৭ টি হাঁস এর ছানা


বৃহস্পতিবার,০৪/০৭/২০১৯
813

উদ্ধার সরাল প্রজাতির ১টি হাঁস ও ৭ টি হাঁস এর ছানা।আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি হাইস্কুল এর সামনেথেকে এই হাঁস ও ৭ টি হাঁস এর ছানা পাওয়া যায়।বৃহস্পতি বার সকালে হাইস্কুলের সামনে থেকে এই হাঁস গুলি পাওয়া যায়।এই হাঁস গুলি বনদপ্তরের কর্মিরা এসে উদ্ধার করে।সেখানকার স্থানীয় লোকেরা বালী হাঁস ভেবে বনদপ্তরে খবর দিলেও বনদপ্তরের লোকেরা এটিকে লেসার হুইসলিং টিল প্রজাতি বলে দাবি করে।আলিপুরদুয়ার কামাখ্যাগুড়ি ফরেস্ট বিটের অফিসার রঞ্জিত সাহা বলেন “এই হাঁস গুলি লেসার হুইসলিং টিল প্রজাতির বাংলায় অনেকে এগুলিকে সরাল প্রজাতির হাঁস বলেই জানে এবং এই হাঁস গুলি নরারথলি জলাশয়ে ছেড়ে দেওয়া হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট