মেদিনীপুর: ৩ হজার আমের আঁটিতে তৈরি জগন্নাথদেব এর মূর্তি। মেদিনীপুর শহরে জগন্নাথদেব এর রথযাত্রাতে রয়েছে এক আলাদা চমক।বিশাল শোভা যাত্রা তো আছেই কিন্তু তার থেকেও বেশি আকর্ষণীয় জগন্নাথদেব এর মূর্তি।যেটা কিনা প্রায় ৩ হাজার আমের আঁটিতে তৈরি।চন্দননগর এর এক শিল্পী আমের আঁটি সংগ্রহ করে আঁটি শুকনো করে তাতে রং কোরে জগন্নাথদেব এর মূর্তি তৈরি করে। ২০০২ সালের নব কলেবর উৎসবের সময় থেকেই এই শিল্পী পশ্চিম মেদিনীপুর এর মেদিনীপুর শহরে ঠাকুর তৈরি করেন।প্রতিবার কাপর,প্লাই,প্লাসটিক দিয়েই তৈরি হয় কিন্তু চন্দননগর এর কিছু শিল্পী আছে যারা বিভিন্ন থিম এর ঠাকুর তৈরি করে লোকের মোন জয় করে – তাদের সাথে পল্লা দিতে গিয়ে শিল্পী শুভনাথ মল্লিক এই মূর্তি তৈরি করেন।অনেক দিন কাজ চলার পর অবশেষে এই ১০ ফুট উচ্চতার মূর্তির কাজ সম্পন্ন হয়। এই রথযাত্রার রাস্তা আলপনা দ্বারা সাজানোর ভার্ও শিল্পী শুভনাথ মল্লিক এর হাতে।
৩ হজার আমের আঁটিতে তৈরি জগন্নাথদেব এর মূর্তি
বৃহস্পতিবার,০৪/০৭/২০১৯
527