রাহুল গান্ধী শেষ পর্যন্ত কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন। নিজের ট্যুইটার আকাউন্টে একটি লম্বা খোলামেলা চিঠি লিখে নিজের পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন সকলকে। পদত্যাগ করছেন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের ৪৫ দিনের মাথায় । তাঁর খোলা চিঠিতে উল্লেখ করেছেন যে তিনি এতদিন কংগ্রেস দলের সেবা করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। এই দেশ ও তাঁর দলের কাছে তিনি কৃতজ্ঞ বলেও জানিয়েছেন রাহুল। লোকসভা ভোটে পরাজয়ের দায় স্বীকার করে নিয়েচজে নিজের চিঠিতে দলের স্বার্থের কথা ভেবেই কংগ্রেস সভাপতির পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এই নিয়ে মোট তৃতীয়বার কংগ্রেস দলের দায়িত্ব নেহরু-গান্ধী পরিবারের বাইরে কারোর হাতে যাবে। রাহুল জানান লোকসভা ভোটের ফল প্রকাশের পরই পদত্যাগ করবেন লোকসভা ভোটের ফল প্রকাশের পরই পদত্যাগ করবেন
শেষ পর্যন্ত কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন রাহুল গান্ধী
বৃহস্পতিবার,০৪/০৭/২০১৯
343