২১ জুলাই প্রস্তুতি সভা তৃণমূল কিষান কংগ্রেসের


বুধবার,০৩/০৭/২০১৯
622

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির কাছে বড় ধাক্কা খাওয়ার পর আসন্ন একুশে জুলাই শহীদ সভার মঞ্চকেই পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস। ইভিএম এর পরিবর্তে ব্যালট পেপার ফিরিয়ে আনার দাবিই এবারের একুশে জুলাই সমাবেশের প্রধান দিক নির্দেশ হতে চলেছে। ওইদিন মহানগরী জনজোয়ারে ভাষাতে এখন থেকেই আসরে নেমে পড়েছে তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন গুলি। তৃণমূল ভবনে চলছে দফায় দফায় বৈঠক। 21 শে জুলাইয়ের প্রস্তুতি হিসাবে বুধবার তৃণমূল কিষান কংগ্রেস এবং তৃণমূল সংখ্যালঘু সেল এর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তৃণমূল কিষান কংগ্রেসের সভাপতি বেচারাম মান্না বলেন, গতবারের থেকেও আরও বেশি কর্মী-সমর্থকদের এবারের সমাবেশে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নিয়েছেন তারা।

একুশে জুলাই সমাবেশ উত্তরবঙ্গ থেকে এবার আরও বেশি দলীয় কর্মী সমর্থক যোগ দেবেন বলে এদিন বৈঠকে শেষে জানালেন কিষান কংগ্রেসের উত্তরবঙ্গের অন্যতম নেতা দুলাল দেবনাথ। তাঁর অভিযোগ, উত্তরবঙ্গের লোকসভা কেন্দ্রগুলিতে বিজেপি জয়লাভের পর ব্যাপক সন্ত্রাস শুরু হয়েছে। তার জবাব দিতেই মানুষ একুশে জুলাই এর সমাবেশ ভিড় জমাবেন।

এদিন একুশে জুলাই প্রস্তুতি বৈঠক বিভিন্ন জেলা থেকে কিষান কংগ্রেসের পদাধিকারীরা যোগ দিয়েছিলেন। সূত্রের খবর, বিভিন্ন জেলা নেতৃত্বকে সমাবেশে আসার জন্য লক্ষ্য মাত্রা বেধে দেওয়া হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট