অমরনাথ তীর্থ যাত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ভারত সেবাশ্রমের


বুধবার,০৩/০৭/২০১৯
401

অমরনাথ যাত্রায় লক্ষ্য লক্ষ্য তীর্থযাত্রীকে চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ শুরু করলো ভারত সেবাশ্রম সংঘ। সংঘের জম্মু শাখার উদ্যোগে কাশ্মীরের চন্দন বাড়িতে অমরনাথের পথেই তৈরি করা হয়েছে একটি বিরাট মেডিকেল ক্যাম্প। সেখান থেকে তীর্থযাত্রীদের পাহাড়ে ওঠার আগেই তাদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ঔষধ, অক্সিজেন মাস্ক ও গরম চা । ক্যাম্পের উদ্বোধন করেন অমরনাথের ক্যাম্প ডিরেকটর  শ্রী দ্বীপ রাজ। উপস্থিত ছিলেন ডেপুটি ক্যাম্প ডিরেক্টর সতীশ ভরদ্বাজ, ভারত সেবাশ্রম সংঘের জম্মু শাখার প্রধান স্বামী সত্য মিত্রা নন্দ মহারাজ প্রমূখ । তিনি বলেন, সংঘের কলকাতা ,জম্মু সহ বিভিন্ন শাখা থেকে অসংখ্য সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবক অমরনাথে এসেছেন ।যারা অমরনাথ যাত্রা করছেন সেই তীর্থযাত্রীদের সবরকম সহযোগিতা করার জন্য অমরনাথ সাইন বোর্ডের সঙ্গে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।

সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন ,শুধুমাত্র তীর্থযাত্রীদের চিকিৎসা পরিষেবা দেওয়াই নয় স্বামী প্রণবানন্দ মহারাজ এর আদর্শ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশ বিদেশ থেকে যেসব সন্ন্যাসীরা প্রতিবছর অমরনাথ যাত্রা করেন তাদের প্রয়োজনীয় জ্যাকেট, গরমের পোশাক ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে। এছাড়া জম্মুর নাগরোটায় ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে তীর্থযাত্রীদের জন্য রাত্রিবাস এবং লংগরের ব্যবস্থা করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট