দক্ষিনবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঘূনাবত রূপ নিয়েছে নিন্মচাপের । এই নিন্মচাপের জন্য বেশি বৃষ্টি পাতের সম্ভাবনা । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে যে প্রবল বৃষ্টি তে ভাসবে বাঁকুড়া, পুরুলিয়া, পূব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই সব জেলাগুলি । এই নিন্মচাপের ফলে দিনভর আকাশ মেঘাচ্ছন্ন ও বৃষ্টিপূণ থাকবে ।
দক্ষিনবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঘূনাবত রূপ নিয়েছে নিন্মচাপের
বুধবার,০৩/০৭/২০১৯
734